২০২১ সালের মধ্যে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

২০২১ সালের মধ্যে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দ্রব্যমূল্য হ্রাস ও মহামন্দা রোধ, দুনীতি দমন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগ দিন বদলের সনদ নামে ২৩ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে৷ ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোর হস্তে দমন করার অঙ্গিকার করা হয়েছে৷ ২০২১ সালকে টার্গেট করে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে৷ এ প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে ২০১৩ সালে অর্থাৎ ৪ বছরের মধ্যে দেশকে পুনরায় খাদ্যে আত্মনির্ভরশীল করা, আগামী ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা, বেকারত্বের হার ৪০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা, আগামী ৫ বছরে দারিদ্র্যের হার কমিয়ে ৪৫ শতাংশ থেকে ২৫-এ নামিয়ে আনা, ৱাতক পর্যন্ত শিক্ষাকে সবার জন্য অবৈতনিক করা, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা এবং দারিদ্র্য বিমোচনে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার দারিদ্র্য বিমোচনের হাতিয়ার-এই শ্লোগানের ভিত্তিতে রচিত এ ইশতেহার ভিশন-২০২১ নতুন প্রজন্মের তরুণ-তরুণী যারা প্রথম ভোটার হয়েছেন তাদেরকে উৎসর্গ করেন৷ ইশতেহারে গভীর সংকট থেকে দেশকে উদ্ধার করে ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তুলে উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও প্রগতির পথে এগিয়ে নেয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়৷ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে ক্ষমতার মধ্যে নিয়ে আসা, দ্রব্য মূল্য সন্ত্রাসী সিণ্ডিকেট ভেঙে দেয়া, বিশ্ব-মন্দা মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন এবং তথ্য বিশ্লেষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা ইশতেহারে বলা হয়েছে৷জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও আঞ্চলিক বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে৷ আরও বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হবে ২০ হাজার মেগাওয়াট৷ ৩ বছর মেয়াদি ক্র্যাস প্রোগ্রাম বাস্তবায়ন করে ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট এবং ২০১৫ সালের মধ্যে ৮ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে৷ বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করাসহ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার, আইনের শাসন ও নাগরিক মৌলিক অধিকার সুনিশ্চিত করা হবে৷

শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ নিশ্চিত করা, নতুন শিক্ষা নীতি প্রণয়ন করে শিক্ষা-ব্যবস্থা আধুনিক, ২০১৩ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সেবা এবং ২০১৫ সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করা হবে৷ ঢাকায় আরেকটি আন্তর্জাতিক বিমান বন্দর, পদ্মা সেতু নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌ পথের আধুনিকায়ন করার প্রতিশ্রুতি রয়েছে৷ ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতি সত্তা ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও তাদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিল করা হবে৷ সার্ক, বিমসটেকসহ আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ইসলামিক উম্মাহর সংহতি ও ইসলামি দেশগুলোর সঙ্গে সহযোগিতা উন্নততর করা হবে৷ সমমর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’-এই নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে৷সমগ্র জাতির সম্মিলিত প্রচেষ্টায় এই ইশতেহার বাস্তবায়ন করে নতুন প্রজন্মকে সুন্দর ও সফল ভবিষ্যৎ উপহার দেয়ার অঙ্গীকার করেন শেখ হাসিনা

Constitution

Previous constitution of AL.
THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE
Article Index
THE CONSTITUTION OF THE BANGLADESH AWAMI LEAGUE
Flag
The Council Meeting of Bangladesh Awami League
Functions
The Bangladesh Awami League Parliamentary Board
The District Awami League Executive Committee
Miscellaneous Provisions
Appendix
Page 1 of 8
Name
1. The name of this organization shall be ‘The Bangladesh Awami League.’
Aims and Objectives
2. Preamble
a) To consolidate the independence of the People’s Republic of Bangladesh and to uphold its sovereignty as well as territorial integrity;
b) To establish and protect the people’s constitutional rights since all powers in the Republic belong to the people;
c) To ensure political, economic, social and cultural freedom and welfare of all citizens;
d) To build a Secular, democratic society and state-system imbued with the spirit of Liberation War.
Fundamental Principles
The fundamental principles of the Bangladesh Awami Leagues shall be Bengali Nationalism, Democracy, Secularism or in other words ensuring freedom of all religions as well as non-communal politics and Socialism, that is to say-the establishment of an exploitation-free society and social Justice.
Commitment
The Bangladesh Awami League shall adopt appropriate measures to implement its Declaration and Program. The fundamental goals and commitments will be :
To uphold the ideal of independence and the spirit as well as values of Liberation War;
To recognize human dignity and humanistic values;
To secure the unity and solidarity of the people of Bangladesh;
To boost up the smooth growth and institutionalization of parliamentary democracy in the right manner and to ensure people’s freedom and security in the exercise of suffrage according to their choice;
To develop a mass-oriented, transparent and accountable system of efficient public administration and to ensure good governance;
To set up a strong government system in order to ensure people’s participation and empowerment at all administrative levels up to grass roots;
To ensure fundamental human rights irrespective of religion, caste, sex, community, ethnic identity and so on and to provide ample scope for higher standards of living;
To ensure religious freedom and to eradicate all shades of communalism;
To establish the rule of law; to ensure separation of the judiciary from the executive and its independence and to establish a society free from terrorism and corruption;
To stop oppression against women; to protect women’s rights as well as dignity and to empower them by ensuring female participation in all spheres of the state and social life;
To protect children’s rights; to ensure opportunity for hastening their physical and mental development and to assure development of the young generation;
To ensure freedom of the press and mass-media and free flow of information;
To solve problems of all the basic necessities of life including food, clothing, shelter, education and medical care for all people, and to ensure their right to work and to improve the standards of living;
To make an end to economic backwardness; to eradicate poverty; to provide more employment; to meet the challenge of globalization; to overcome one-sided foreign dependency and to encourage productive investment in the private sector, thereby building the foundation of a strong industrially developed national economy;
To secure the overall rural development; to reform the land and agricultural system on a massive scale; to combat against the negative impact of globalization on agriculture; to introduce sustainable technology in agriculture; to modernize agriculture and to make co-operatives multifaceted and effective;
To ensure people’s food security by maintaining self-sufficiency in food and guaranteeing profitable prices for agricultural produce;
To protect national interest by the reasonable use of natural resources; to build up a long-term energy security network and to stimulate the infrastructural development in electrification, transport and information technology;
To prioritize human resource development, expansion as well as standardization of education; to implement an education policy consistent with the society’s requirements and to introduce and implement a cheap and progressive education policy and to encourage expansion of science and technology;
To ensure the expansion of Bengali heritage, civilization, language, arts, literature and culture; to prevent averse-to-life, vulgar, obscene entertainment and distorted culture and to preserve and promote the life style, language and culture of the aborigines, tribes and ethnic groups of the country;
To provide assistance of all kinds to weak, backward, exploited and neglected poor people and the labor force to help them out of the inhumane state of existence and to establish the social-security system for all including the disabled, helpless widows, aged, poor and poverty-stricken freedom fighters;\
To ensure availability, conservation and proper management of water resources and to encourage protection of the environment, creation of forest and social afforestation, conservation of bio-diversity and mitigation of the green house effect
To prevent unplanned urbanization; to increase citizen's facilities in towns and cities and to remove the disparity between the urban and rural areas; to build up planned rural human habitation with modern amenities and facilities;
To build up modern and strong defense system in order to protect the independence and sovereignty of Bangladesh and to contribute to global peace keeping;
To base the foreign policy of the country on the motto, ‘Friendship with all and malice towards none’; to assist and co-operate in all steps for establishing universal brotherhood and world peace and to support the rightful Liberation struggle of oppressed people or nations against terrorism, racial discrimination, colonization, imperialism and communalism every where in the world. The Bangladesh Awami League shall constantly remain vigilant to follow and implement the aforesaid basic principles, goals and commitments and to create national unity, enthusiasm and new spirit. With unflinching devotion, honesty, discipline and firmness the party, shall commit itself to the establishment of a developed and prosperous ‘Sonar Bangla’ envisaged by the Father of the Nation, Bongabandhu Sheikh Mujibur Rahman.

No comments:

Post a Comment