২০২১ সালের মধ্যে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

২০২১ সালের মধ্যে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দ্রব্যমূল্য হ্রাস ও মহামন্দা রোধ, দুনীতি দমন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগ দিন বদলের সনদ নামে ২৩ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে৷ ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস কঠোর হস্তে দমন করার অঙ্গিকার করা হয়েছে৷ ২০২১ সালকে টার্গেট করে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে৷ এ প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে ২০১৩ সালে অর্থাৎ ৪ বছরের মধ্যে দেশকে পুনরায় খাদ্যে আত্মনির্ভরশীল করা, আগামী ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা, বেকারত্বের হার ৪০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা, আগামী ৫ বছরে দারিদ্র্যের হার কমিয়ে ৪৫ শতাংশ থেকে ২৫-এ নামিয়ে আনা, ৱাতক পর্যন্ত শিক্ষাকে সবার জন্য অবৈতনিক করা, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা এবং দারিদ্র্য বিমোচনে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার দারিদ্র্য বিমোচনের হাতিয়ার-এই শ্লোগানের ভিত্তিতে রচিত এ ইশতেহার ভিশন-২০২১ নতুন প্রজন্মের তরুণ-তরুণী যারা প্রথম ভোটার হয়েছেন তাদেরকে উৎসর্গ করেন৷ ইশতেহারে গভীর সংকট থেকে দেশকে উদ্ধার করে ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তুলে উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও প্রগতির পথে এগিয়ে নেয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়৷ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে ক্ষমতার মধ্যে নিয়ে আসা, দ্রব্য মূল্য সন্ত্রাসী সিণ্ডিকেট ভেঙে দেয়া, বিশ্ব-মন্দা মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন এবং তথ্য বিশ্লেষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা ইশতেহারে বলা হয়েছে৷জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও আঞ্চলিক বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে৷ আরও বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা হবে ২০ হাজার মেগাওয়াট৷ ৩ বছর মেয়াদি ক্র্যাস প্রোগ্রাম বাস্তবায়ন করে ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট এবং ২০১৫ সালের মধ্যে ৮ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে৷ বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করাসহ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার, আইনের শাসন ও নাগরিক মৌলিক অধিকার সুনিশ্চিত করা হবে৷

শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ নিশ্চিত করা, নতুন শিক্ষা নীতি প্রণয়ন করে শিক্ষা-ব্যবস্থা আধুনিক, ২০১৩ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য সেবা এবং ২০১৫ সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করা হবে৷ ঢাকায় আরেকটি আন্তর্জাতিক বিমান বন্দর, পদ্মা সেতু নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌ পথের আধুনিকায়ন করার প্রতিশ্রুতি রয়েছে৷ ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতি সত্তা ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও তাদের প্রতি বৈষম্যমূলক আইন বাতিল করা হবে৷ সার্ক, বিমসটেকসহ আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ইসলামিক উম্মাহর সংহতি ও ইসলামি দেশগুলোর সঙ্গে সহযোগিতা উন্নততর করা হবে৷ সমমর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’-এই নীতির ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে৷সমগ্র জাতির সম্মিলিত প্রচেষ্টায় এই ইশতেহার বাস্তবায়ন করে নতুন প্রজন্মকে সুন্দর ও সফল ভবিষ্যৎ উপহার দেয়ার অঙ্গীকার করেন শেখ হাসিনা

Thursday, June 22, 2017

15 August 1975


15 August 1975
On 25 January country switched over to the presidential system of governance and Bangabandhu took over as President of the republic. On 24 February, Bangladesh Krishak Awami League, comprising all the poliotical parties of the country, was launched. On 25 February, Bangabandhu called upon all parties and leaders to join this national party. He felt the need for making Bangladesh a self-reliant nation by reducing dependence on forign aid. So he overhauled the economic policies to achieve the goal of self-reliance by reducing dependence on foreign aid. So he overhauled the economic policies to achieve the goal of self-relaince. He launched the Second revolution to make independence meaningful and ensure food, clothing, shelter, medicare, education and jobs to the people. The objectives of the revolution were: elimination of corruption, boosting production in mills, factories and fields, population control and established of national unity.
Bangabandhu received an unprecedented response to his call to achieve economic freedom by uniting the entire nation. The economy started picking up rapidly within a short time. Production oncreased. Smugling stoped. The prices of essentiala came down to within parchasing capacity of the common man. Imbued with new hope, the people unitedly marched forward to extend the benefits of independence to every doorstep. But that condition did not last long.

In the pre-dawn hours of August 15 the noblest and the greatest of Bangalees in a thousand years, Bangabandhu Sheikh Mujibur Rahman, the architect of Bangladesh and the Father of the Nation, was assassinated by a handful of ambitious and treacherous military officers. On that day, Bangabandhu's wife, a noble woman, Begum Fajilatunnesa; his eldest son, freedom fighter Sheikh Kamal; second son Lt. Sheikh Jamal; youngest son Sheikh Russel; two daughters-in-law, Sultana Kamal and Rosy Jamal; Bangabandhu's brother Sheikh Nasser; brothe-in-law and Agriculture Minister Abdur Rab Serniabat and his daughter Baby Serniabat; Bangabandhu's nephew, youth leader and journalist Sheikh Fajlul Huq Moni and his pregnant wife Arju Moni; Bangabandhu's security officer Brig. Jamil and a 14-year-old boy Rintoo were killed. In all, the killer slaughters 16 members and relatives of Bangadhu's family.
Martial law was imposed in the country after the killing of Bangabandhu Sheikh Mujibur Rahman. Democracy was done away with and basic rights were snached away. Thus began the politics of killing, coups and conspiracy. The people's rights to food and vote were taken away. There is interntional provision to hold trial of killers to protect human rights in the world. But unfortunately in Bangladesh, a martial law ordinance was decreed(Indemnity Ordinance) exempting the self-confessed killers of Bangabandhufrom any trial. Having captured power illigally through a military coup, Gen. Ziaur Rahman debased the Constitution by incorporating the notorious Indemnity Ordinance in the Fifth Amendment to the Constitution. He rewarded the killers with jobs in Bangladesh diplomatic mission abroad. The Indemnity Ordinance was repealed by Parliament only after the Awami League led by Bangabandhu's daughter Sheikh Hasina returned to power in 1996. August 15, 1975 is the blackest day in our national life. The nation observes this day as National Mourning Day.

Begum Fazilatunnesa বেগম ফজি মুজিব (Birth: Tungipara, Gopalganj., Aug 8, 1930) – Begum Fazilatunnesa was the wife of Sheikh Mujibur Rahman, mother of Prime Minister Sheikh Hasina. Hasina says her mother was actively involved in forwarding the cause of Bangladesh's independence and bent on making her husband's dream come true.
Sheikh Kamal (Birth: Gopalganj, Aug 5, 1949) – Sheikh Kamal was the eldest son of Sheikh Mujibur Rahman. He was a freedom fighter. He was the founder of Abahani Krira Chakra. He also played significant roles in the 1966 movement for self-determination, and the 1969 mass uprising.
Sultana Kamal Khuku (Birth: Dhaka, 1951) - Sultana Kamal Khuku was the wife of Sheikh Kama. She had a BSS (Hons) from Dhaka University. She was an established athlete. She won several national prizes in long jumps with records.
Sheikh Jamal (Birth: Gopalganj, Apr 28, 1954) – Sheikh Jamal was the second son of Sheikh Mujibur Rahman. While being under house arrest with his mother in July, 1971, he fled to free zone and participated in liberation war.
Parveen Jamal Rosy (Birth: Sylhet, 1956) – Parveen Jamal Rosy was the wife of Sheikh Jamal and daughter of Bangabandhu's younger sister Khadeza Hossain. She was studying at Badrunnesa Ahmed College. Her father was Syed Hossain serving as the establishment ministry secretary under Bangabandhu government.
Sheikh Russel (Birth: Oct 18, 1964) - Sheikh Russel was the youngest son of Sheikh Mujibur Rahman. He was a 10 year-old student at Dhaka University Laboratory High School.
Sheikh Abu Naser (Birth: Tungipara, Gopalganj, Sept 1928) - Sheikh Abu Naser was the younger brother of Sheikh Mujibur Rahman. He was a renowned businessman in Khulna.
Abdur Rab Serniabat,( Birth: Barisal, Chaitra, 1327) – Abdur Rab Serniabat was the husband of Sheikh Mujibur Rahman's third sister Amena Begum. Bangabandhu appointed him as agriculture minister in 1973. He had a significant role in reforms in agriculture.
Sheikh Fazlul Haque Moni (Birth: Tungipara, Gopalganj, Dec 4, 1939) – Sheikh Fazlul Haque Moni was the eldest son of Sheikh Mujibur Rahman's elder sister. He was the founding chairman of Awami Juba League.
Begum Arzu Moni (Birth: Barisal, Mar 15, 1947, Barisal) – Begum Arzu Moni was the wife of Sheikh Fazlul Haque Moni. She sat MSS exams in political science in Dhaka University in 1975.
Baby Serniabat (Birth: Barisal, May 20, 1960) - Baby Serniabat was the youngest daughter of Abdur Rab Serniabat. She was a class-nine student of Laboratory High School in Dhaka University.
Shahid Serniabat (Birth: Barisal, Mar 26, 1940) - Shahid Serniabat was a nephew of Abdur Rab Serniabat. He was the correspondent to Dainik Bangla in Barisal.
Abdul Nayeem Khan Rintu (Birth: Barisal, Dec 1, 1957) - Abdul Nayeem Khan Rintu was a cousin of Amir Hossain Amu. He sat SSC exam under Barisal Zilla School in 1975.
Arif Serniabat (Birth: Mar 27, 1964) - Arif Serniabat was the youngest son of Abdur Rab Serniabat. He was a class-four student of Laboratory High School in Dhaka University.
Sukanto Abdullah Babu (Birth: Gauranadi, Barisal, June 22, 1971) – Sukanto Abdullah Babu was a grand son of Abdur Rab Serniabat.
Col. Jamaluddin Ahmed (Birth: Gopalganj, Feb 1, 1933) - Col. Jamaluddin Ahmed was the chief security officer of Sheikh Mujibur Rahman.

No comments:

Post a Comment